• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫১:০৭ (04-Oct-2025)
  • - ৩৩° সে:

মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপর হামলার অভিযোগ

৪ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩১:১১

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপর পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন।

৩ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের রহিমা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা গেছে, কিসামত বড়াইবাড়ী বটতলা রাধা কৃষ্ণ ভজনাশ্রম মন্দিরের সভাপতি শ্রী বিশাম চন্দ্র রায় বাদী হয়ে ২১ জন নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

Ad

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মন্দির থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন আসামি নারী ও মেয়েদের উত্ত্যক্ত করে। স্থানীয়ভাবে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোস মীমাংসা করলেও এর জের ধরে ৩ অক্টোবর দুপুরে আবারও সংঘর্ষ ঘটে।

অভিযোগে বলা হয়, সেদিন দুপুরে মন্দিরের স্বেচ্ছাসেবক অনুকুল চন্দ্র রায় (২২), নয়ন চন্দ্র রায় (১৭) ও তীর্থ চন্দ্র রায় (২১)-এর ওপর আসামিরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এসময় এগিয়ে গেলে আরেক স্বেচ্ছাসেবক গোপাল চন্দ্র রায়কেও ছোড়া ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।

বাদীর অভিযোগ, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মন্দিরের স্বেচ্ছাসেবকদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আকবর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নোয়াখালীতে কিশোরকে হত্যার অভিযোগ
৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৪:৩৭







Follow Us