লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপর পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন।
৩ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের রহিমা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কিসামত বড়াইবাড়ী বটতলা রাধা কৃষ্ণ ভজনাশ্রম মন্দিরের সভাপতি শ্রী বিশাম চন্দ্র রায় বাদী হয়ে ২১ জন নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মন্দির থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন আসামি নারী ও মেয়েদের উত্ত্যক্ত করে। স্থানীয়ভাবে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোস মীমাংসা করলেও এর জের ধরে ৩ অক্টোবর দুপুরে আবারও সংঘর্ষ ঘটে।
অভিযোগে বলা হয়, সেদিন দুপুরে মন্দিরের স্বেচ্ছাসেবক অনুকুল চন্দ্র রায় (২২), নয়ন চন্দ্র রায় (১৭) ও তীর্থ চন্দ্র রায় (২১)-এর ওপর আসামিরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এসময় এগিয়ে গেলে আরেক স্বেচ্ছাসেবক গোপাল চন্দ্র রায়কেও ছোড়া ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।
বাদীর অভিযোগ, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মন্দিরের স্বেচ্ছাসেবকদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আকবর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available