• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫১:২৯ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

ছাত্রকে বলাৎকারের অভিযোগ

নারায়ণগঞ্জে মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষককে গণপিটুনি

৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:০৫:৫৮

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসার ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়।

৮ অক্টোবর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্য মতে, গত ৩ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ওই মাদরাসার ১০ বছরের এক ছাত্রকে শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে বলাৎকার করে। ঘটনার পর ওই ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়। পরে ঘটনাটি ৮ অক্টোবর বুধবার এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে ৯টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

Ad

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে যায়। পুলিশের এই কর্মকর্তা জানান, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। এলাকাবাসী উত্তেজিত রয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে আমরা অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো। এঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us