নিজস্ব প্রতিবেদক: শ্রীপুর কল্যাণ ট্রাস্টের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার বরিশাল শহরের বগুড়া রোডে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে শ্রীপুর কল্যাণ ট্রাস্টের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশন উদ্বোধন করেন জনকল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব জনাব কাজী নাসির উদ্দীন নসু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আরিফ মাহফুজ, শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সুশান্ত চন্দ্র বিশ্বাস, চরবগী ঈদগাঁ এরব দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির হোসেন ও মিরাজ সোহেল।
অধিবেশনে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির পূর্ণাঙ্গ গঠনতন্ত্র উপস্থাপনার প্রেক্ষিতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন একটি গঠনতন্ত্র পাস করা হয়। পাশকৃত গঠনতন্ত্রের ধারা-১৪ এর (চ) অনুযায়ী ২১ সদস্যের একটি পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন মো. আনিছুর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাইফুল ইসলাম জাবের। সহ-সভাপতি নির্বাচিত হন প্রকৌশলী নিজ্জল চন্দ্র দেবনাথ, প্রকৌশলী মো. রাসেল হোসেন ও হাসান মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মিজানুর রহমান ও নাজমুল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আফজাল হোসেন বাবু। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন জাহিদ হাসান মাইদুল। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন শিহাব উদ্দিন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে নির্বাচিত হন মোঃ হাসিব। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন জহির রায়হান। মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন সাদিয়া আফরিন। প্রচার প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন নিলয় আহমেদ আরিফ।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন সুশান্ত চন্দ্র বিশ্বাস,কবির হোসেন, প্রকৌশলী আবু তালেব, লোকমান হোসেন, প্রকৌশলী সাহিন সিকদার,আল আমিন হক, নাসরিন আক্তার নিঝুম,রায়হান জোমাদ্দার, মো. রাফিদ। অধিবেশনের সমাপ্তি পর্বে সভাপতি আনিছুরর রহমান নব নির্বাচিত কমিটির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান এবং শ্রীপুরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available