• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৫:৩৮ (22-Oct-2025)
  • - ৩৩° সে:

গভীর রাতে উত্তাল ঢাবি, বুয়েট শিক্ষার্থীর শাস্তি দাবি

২২ অক্টোবর ২০২৫ সকাল ০৮:২৯:৫৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২১ অক্টোবর মঙ্গলবার দিবারাত পৌনে দুইটার দিকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রের শাস্তির দাবিতে ভিসি চত্বর থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

Ad
Ad

মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাস গেটের সামনে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা—‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’ ইত্যাদি।

Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, অভিযুক্ত শ্রীশান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে। পুরো বাংলাদেশ আন্দোলন নামতে বাধ্য হবে। 

এদিকে, এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত একটার দিকে শান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বলে জানিয়েছেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের '২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডিঃ ২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো। 

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের বিষয়ে আগামীকাল (বুধবার) বুয়েট উপাচার্যের সাথে আলোচনা হবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫৭


সংবাদ ছবি
যমুনায় জামায়াতের ৫ নেতা
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:৪৮

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩৬


সংবাদ ছবি
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর পার্টনার‌শিপ
২২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৮:২৭


Follow Us