নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলসহ ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রত্যাহার করে নিয়েছেন ৭৩ জন এবং বাতিল হয়েছে একজনের মনোনয়ন।
২৭ আগস্ট বুধবার ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্যমতে, ১৮টি হলের ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিলো।
বিভিন্ন হলে প্রার্থীর সংখ্যা হলো ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।
প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন কবি সুফিয়া কামাল হলের ২ জন, ফজলুল হক মুসলিম হলের ৬ জন, অমর একুশে হলের ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৬ জন, কবি জসীম উদ্দীন হলের ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হলের ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্যসেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলের ৪ জন এবং শামসুন নাহার হলের ১ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available