নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এসব তথ্য জানান। ওই কিশোরের বাড়ি ময়মনসিংহে। সে আড়াইহাজারের দুপতারা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিনসহ পুলিশেরকর্মকর্তারা।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার দুপতারা এলাকার জাহাঙ্গীর টেক্সটাইল মিলের ছাদে মেসের রান্নাবান্নার কাজে নিয়োজিত শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা করা হয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশের একটি টিম তদন্তে নামে।
জাহাঙ্গীর টেক্সটাইল মিল ও আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে একটি সূত্র খুঁজে পায়। পরে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে ওই কিশোর।
জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, ২০-২২ দিন আগে মেসে টাকা চুরি করতে গিয়ে বৃদ্ধা শারুনী বেগমের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মেস ও মিলের শ্রমিকরা মিলে তাকে মারধর করে ছেড়ে দেয়। এই ক্ষোভ থেকেই সে বৃদ্ধাকে হত্যা করে।
সে জানায়, ঘটনার দিন দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর টেক্সাটাইলের পেছন দিক দিয়ে উঠে ছাদে লুকিয়ে থাকে। বিকাল পৌনে ৪টার দিকে রান্নাবান্নার কাজ শেষ করে শারুনী বেগম ছাদে উঠলে পেছন থেকে সে বৃদ্ধা শারুনী বেগমকে জাপটে ধরে ফ্লোরে ফেলে দিয়ে নাকমুখ চেপে ধরে। এতে বৃদ্ধা অচেতন হয়ে পড়লে রান্নাঘর থেকে বঁটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, শারুনী বেগম হত্যা মামলায় গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available