নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা একাডেমি এ পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে জানানো হয়েছিল ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে।
২৮ সেপ্টেম্বর রোববার বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে মেলার পরিবর্তিত তারিখও স্থগিত করার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২১ সেপ্টেম্বর একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেটি হলো- ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল (ডিসেম্বর-জানুয়ারি), তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বরে এনেছিল বাংলা একাডেমি। তবে এবার সেই তারিখও স্থগিত করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available