টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক সাবেক ইউপি সদস্য।
২৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগকারী রোমজেদ সিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য একটি সিভি জমা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই আওয়ামী লীগ সরকারের আমলে আমার সমর্থকেরা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার জন্য একটি সিভি জমা দিয়েছিল। তবে সেই কমিটি আর গঠন হয়নি। এর আগে আমি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবিতে যুক্ত ছিলাম না।
রোমজেদ সিকদার আরও বলেন, আমি বহুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমার অজান্তে যদি আওয়ামী লীগের কোনো পদ-পদবি থেকে থাকে, আমি সেগুলো থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির ও একই ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী। পরে গত ২১ আগস্ট একইভাবে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রহমান সিকদার পদত্যাগের ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টুঙ্গিপাড়া উপজেলায় এনিয়ে মোট চারজন পদত্যাগ করলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available