মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরের পুরানগ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা।
২৮ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবেশ অধিদপ্তরের যুগ্ম-সচিব পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিলো। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্টকে শুনানির নোটিশ প্রদান করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হননি। পরে ২৮ সেপ্টেম্বর রোববার শুনানি অনুষ্ঠিত হয়।
ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা বিপত্তি নেই। তবে কেন জরিমানা করা হয়েছে এমন বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available