• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩২ রাত ০১:০৩:০৯ (30-Sep-2025)
  • - ৩৩° সে:

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা

২৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪০:০০

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরের পুরানগ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা।

২৮ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবেশ অধিদপ্তরের যুগ্ম-সচিব পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিলো। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্টকে শুনানির নোটিশ প্রদান করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হননি। পরে ২৮ সেপ্টেম্বর রোববার শুনানি অনুষ্ঠিত হয়।

Ad

ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা বিপত্তি নেই। তবে কেন জরিমানা করা হয়েছে এমন বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪২:২০



সংবাদ ছবি
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০১:৪১


সংবাদ ছবি
বৃদ্ধাকে গলা কেটে হত্যা, কিশোর গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪০





Follow Us