পিরোজপুর স্টাফ, রিপোর্টার: পিরোজপুরের নেছারাবাদে সংবাদ সংগ্রহের জেরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদ (৪২)। ঘটনার পর নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার হাসপাতাল রোডের জগন্নাথকাঠি বন্দরের আছিয়া ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। মুহিদুল ইসলাম মুহিদ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও স্বরূপকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতের বড় ভাই মাসুদ রানা পলাশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় জমিজমা সংক্রান্ত এক বিরোধ নিয়ে সংবাদ সংগ্রহ করেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুহিদুল ইসলাম। এরই জেরে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেলযোগে হাসপাতাল রোডে পৌঁছালে বিবাদীরা তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ দুই লক্ষ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে সাংবাদিক মুহিদুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে আহত ভাইকে দেখতে গেলে তার বড় ভাই মাসুদ রানাকেও কিল-ঘুষি মেরে গেঞ্জি ছিঁড়ে ফেলে হামলাকারীরা। এতে তিনিও আহত হন।
আহত সাংবাদিক মুহিদুল ইসলামের বড় ভাই মো. মাসুদ রানা পলাশ বলেন, প্রতিদিনের ন্যায় সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে প্রথমে আমার ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কাজী সাবাব, পরবর্তীতে ফিরোজ ও আসলাম এসে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে আমার ভাইকে ফেলে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে আমি ওখানে গেলে আমাকেও মেরে আহত করে হামলাকারীরা।
এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজ মুঠোফোনে বলেন, মুহিদের ফুফাতো ভাই ফরিদ ও তার ছেলে ইফতি আমাদের জায়গায় দোকান ঘর উঠিয়েছে। আমি তার প্রতিবাদ করায় আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও মারধর করেছে। আমি বাড়ি থাকি না বিধায় বিষয়টি তাকে ডেকে জিজ্ঞেস করেছি। উল্টো তিনি আমাদেরকে পিটিয়েছেন।
স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মুহিদুল ইসলাম মুহিদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের চোখ-কান হয়ে সত্য তুলে ধরেন। তাদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার শামিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available