নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ও ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
নিহত সোহেলে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা ছিল।
স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাকমিয়ার ছত্রছায়ায় রাজত্ব কায়েম করেছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারো চাঁদাবাজি শুরু করে এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available