নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা বিএমএ এর আহ্বায়ক, ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাটোর জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলামকে তার নিজস্ব জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন চিকিৎসককে গলা কেটে হত্যার মতো ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থাকে নির্দেশ করে। একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু, অর্ন্তবর্তীকালীন সরকার নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা ডা. আমিরুল ইসলামের হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।
ড্যাব নেতৃবৃন্দ হুঁশিয়ারি করে বলেন, যদি ডা. আমিরুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয় এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা না হয় , তাহলে ড্যাব চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন গড়ে তুলবে। ডা. আমিরুল ইসলামের মতো আর কাউকে যেন এরকম জঘন্য হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, সেই ব্যবস্থা করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ জানান ড্যাব নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available