• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:১১ (25-Aug-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে হাসপাতাল সিলগালা

২৫ আগস্ট ২০২৫ সকাল ০৯:২৮:৩৭

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় খাবারের মান নিয়ন্ত্রণ ও ক্লিনিকগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।

২৪ আগস্ট রোববার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে পৌরসভার বোদা মডেল মসজিদ সংলগ্ন কামাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। বোদা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, বোদা থানার এসআই রবিউল ইসলাম।

এসময় কামাল হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করতে না পারা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ব্যবহৃত ইনজেকশন রাখায় এবং সেবার মানে অনিয়ম থাকায় হাসপাতালটি সিলগালা করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বলেন, এ ধরনের অভিযানে সাধারণ মানুষ উপকৃত হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন থেকে আরো সতর্ক থাকবে। এতে সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত বাজার ও ক্লিনিক মনিটরিং করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, মানুষের অভিযোগের ভিত্তিতে আমরা সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। এখানে রোগীদের মানসম্মত সেবা দেওয়া হয় না। পরিদর্শনে আমরা যে চিকিৎসা সামগ্রী পেয়েছি, তার প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ— এমনকি ২০২২ সালের প্রোডাক্টও ব্যবহার করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং ব্যবসায়ী ও ক্লিনিক কর্তৃপক্ষকে সচেতন করা, যাতে তারা আইন মেনে সেবা প্রদান করে এবং জনগণ প্রতারিত না হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৬:৪৯



সংবাদ ছবি
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৫:৩৫