নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজট নিরসনে ছাত্র স্বেচ্ছাসেবক ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে সাইনবোর্ড থেকে চাষাড়া হয়ে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে দিকে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের নারায়ণগঞ্জ নতুন কোর্টের সামনে এ ঘটনা ঘটে। বিকেলে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেছে নারায়ণগঞ্জ ডিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ছাত্ররা পুলিশের সঙ্গে মিলে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় ইজিবাইক চালকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েকজন চালক মারপিট শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের পর ইজিবাইক শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের দাবি, যারা তাদের উপর হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অবরোধের কারণে কয়েকঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদন আসলে আমরা আইনি পদক্ষেপ নিব এবং ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নিব। তিনি আরো জানান, ব্যাটারি চালিত ইজিবাইক নির্দিষ্ট স্থান ব্যতীত শহরের সব জায়গায় যেতে পারবে না, এই বিষয়ের্দেশনা মূলক সাইনবোর্ড শহরের বিভিন্ন জায়গায় সাটিয়ে দেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সংঘর্ষে জড়িয়ে পড়া দুপক্ষকে নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠক হয়েছে, ওই বৈঠকে উভয়পক্ষ এই মর্মে একমত হয়েছে যে, সংঘর্ষের ঘটনায় সুস্থতন্ত্র সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available