স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল ও জলাধার দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বিশেষভাবে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষার দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গাইল শহরসহ আশপাশের এলাকাগুলোতে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ধ্বংস ও জলাধার দখল প্রতিনিয়ত বেড়ে চলছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available