• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৪৮ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুট, আটক ১

৩১ আগস্ট ২০২৫ দুপুর ০১:৫৬:৩৯

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার চর কামালের বার্তী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে  বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা নাজিম উদ্দিন’র বিরুদ্ধে।

উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালের বার্তী গ্রামে শরিফা বেগমের বাড়িসহ সাতটি বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরিফা বেগম পরদিন বাদী হয়ে নাজিম উদ্দীনসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে নাজিম উদ্দীনসহ ৪০ থেকে ৪৫ জনের একটি দল নিয়ে সরিফা বেগমের বাড়িসহ সাতটি বাড়িতে  হামলা লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা সাতটি বাড়িতে ঢুকে টিভি, রেফ্রিজ, আলমারি ভাঙচুর করে এবং ঘরে থাকা ধান,পাট, ভূট্রা,গরুসহ ঘরে থাকা সমস্ত কিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে প্রায় ১ কোটি টাকার মালামাল ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সরিফা বেগম বলেন, অনেকদিন আগে থেকে  চর কামালের বার্তী গ্রামের আমির হোসেন ওরফে হাওলাদার, সাহেব আলী, নান্দু মিয়া, আনারুল, মনিরুল, দিনু মিয়া, আক্কাস আলী কাছে  ছয় বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসতেছে। এই জমিটির ওপর নজর পড়ে বিএনপি নেতা নাজিম উদ্দিন এর। এ প্রেক্ষিতে গত ২৫ আগস্ট বিকেলে মারামারি হয়। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে আটজন আহত হয়, তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন আহত ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়।

এ বিষয়ে নাজিম উদ্দিন’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সরিফা বেগমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়েছে। এ ব্যাপারে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫২