নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
২৬ আগস্ট মঙ্গলবার সদরে অবস্থিত ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুরে এ ঘটনা ঘটে।
২২ জন অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানান, মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় তৃতীয় ঘণ্টার পরই প্রচণ্ড গরমে একাধিক শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে জানা যায়, বিভিন্ন কক্ষে অন্তত ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত সরকারি হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম বলেন, ‘ক্লাস চলাকালে আজ দুপুরের দিকে প্রথমে ২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন শ্রেণিকক্ষে আরও ৮/১০ ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয় পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে অসুস্থ ৪ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দিই এবং চার ঘণ্টার বেল বাজার পরই স্কুল ছুটি ঘোষণা করি।’
তিনি আরও জানান, ‘বিদ্যালয় শুরুর পর থেকে আজ বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এ সমস্যা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা বলেন, ‘অতিরিক্ত গরম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লাসে এরকম ঘটনা ঘটেছে। আমাদের হাসপাতালে ৪ জন ছাত্রীকে ভর্তি করা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি হাসপাতালে গিয়েছি। বর্তমানে চারজন ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ তবে ছাত্রছাত্রীদের বেশি করে পানি ও স্যালাইন খাবার পরামর্শ ও দিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available