• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৫৯:০৩ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘তিতাস গ্যাস’র নাম পরিবর্তনের প্রতিবাদে স্মারকলিপি দিলেন এলাকাবাসী

২১ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩২:৫৩

সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বহুল পরিচিত ‘তিতাস গ্যাস’-এর নাম পরিবর্তন করে ‘বাখরাবাদ গ্যাস’ নামকরণের প্রতিবাদ জানিয়ে এবং পূর্বের নাম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন সদর উপজেলার ভাদুঘর গ্রামের সাধারণ জনগণ।

২০ আগস্ট বুধবার বিকেলে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, শহরে গ্যাস সংযোগ চালু হওয়ার পর থেকেই এটি ‘তিতাস গ্যাস’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এ নামেই গ্যাস সরবরাহ হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ঠিকাদার ও অসাধু মহলের যোগসাজশে নাম পরিবর্তন করে ‘বাখরাবাদ গ্যাস’ করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ সময় ভাদুঘরবাসী অভিযোগ করেন, এখনও অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ পৌঁছেনি। গ্যাস অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের টাকা দেওয়ার পরও সংযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। বরং বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। ফলে রান্নাবান্না ও শীতকালে গরম পানির চাহিদা মেটাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

তারা অবিলম্বে ভাদুঘর এলাকায় নতুন গ্যাস সংযোগ প্রদান, দালালচক্রের অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং পূর্বের নাম ‘তিতাস গ্যাস’ বহাল রাখার দাবি জানান। অন্যথায় জনমনে ক্ষোভ আরও তীব্র হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আখতার জাহান, আবু সাঈদ সরদার, আবুল কালাম কাউসার, আহমেদ ভূঁইয়া, মাহবুব ভূঁইয়া, সাব্বির আহমেদ হানিফ, আরিফ বিল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ