• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৪০:৪৮ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে বিদায়ী শিক্ষিকাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিলো শিক্ষার্থীরা

১৫ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৮:২৯

সংবাদ ছবি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগে উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতি কণা শীলের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার বেগমের সভাপতিত্বে ও শিক্ষক সমীর চন্দ্র দেব নাথের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ইনস্ট্রাক্টর মো. ওহিদুর রহমান।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, মো. মাসুদ, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন, মো. রিপন, মোশারাফ হোসেন বাবু, আবদুর রহমান, মনির হোসেন, মহিন ও শিক্ষক আবদুল মান্নান।

বিদায়ী শিক্ষিকা প্রীতি কণা শীল ১৯৮৭ সালের ৮ জুন সেনবাগের কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছর ৫ মাস ৯ দিন শিক্ষকতা শেষে বিদায়ী কর্ম দিবস ছিলো ১৩ আগস্ট বুধবার। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শিক্ষিকা প্রীতি কণা শীলেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং স্কুলের পক্ষ থেকে নানা রকম উপহার সামগ্রী দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেট কারে করে তাদের প্রিয় শিক্ষিকাকে তার নিজ বাড়ি সাহাপুরে পৌঁছে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ