• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:১৫ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

৫ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৩৬:৫৫

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক নারী গুলিবিদ্ধ হওয়াসহ ২ জন আহতের খবর পাওয়া গেছে।

৫ আগস্ট মঙ্গলবার শহরের চেঙ্গী স্কয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাহাড় ও সমতলে সম-গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ পাহাড়ের বৃদ্ধমান সমস্যা নিরসনের দাবিতে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইউপিডিএফ প্রসীত সমর্থিত নেতাকর্মীরা। অপরদিকে চেঙ্গী স্কয়ারে  সরকারের পতনের বর্ষপূর্তির আনন্দ মিছিলের প্রস্তুতি নেয় ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিতরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই পক্ষ।

এতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত এক নারী গুলিবিদ্ধসহ ২ জন আহতের অভিযোগ করছে সংগঠনটি। তবে গুলি করার বিষয় অস্বীকার করছে ইউপিডিএফ গণতান্ত্রিক। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে ইউপিডিএফ গণতান্ত্রিক ধাওয়া দেয় এবং গুলি ছুঁড়ে। এতে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

অপরদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের ছাত্র বিষয়ক সম্পাদক অমর চাকমা অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ইউপিডিএফর দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত
২০ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৬:৪৩