রাঙামাটি প্রতিনিধি: সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৩ জুলাই বুধবার বিকেলে রাঙামাটিতে ৩২টি বৃক্ষরোপণ করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বৃক্ষরোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিমান দুর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্মরণেই এরকম ব্যতিক্রম আয়োজন করা হয়। তিনি আরও জানান, এবছর টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ গাছের চারা রোপণ করবে সংগঠনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available