• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সকাল ১০:২৪:২০ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

পাকিস্তানি হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান

১৮ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩০:০৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি বিমান হামলায় একাধিক ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এতে পাকিস্তানের বিপক্ষে দেশটির মাটিতে প্রথমবারের মতো আয়োজিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে তা আর হচ্ছে না।

১৭ অক্টোবর শুক্রবার রাতে খেলাভিত্তিক টিভি চ্যানেল ইএসপিএন জানিয়েছে, আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হওয়ার পরিকল্পনা ছিল।

Ad
Ad

সামাজিকমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান। 

Ad

আফগান বোর্ড আরও জানায়, ৩ ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। 

খেলাভিত্তিক টিভি চ্যানেল ইএসপিএনের প্রতিবদেন বলা হয়, গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল তখনই এ ত্রিদেশীয় সিরিজটি আয়োজনা করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন
১৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৪:১৬




Follow Us