স্পোর্টস ডেস্ক: এই আবুধাবি থেকেই আফগানিস্তানকে হারিয়ে দুবাইয়ে সুপার ফোর খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই চেনা স্টেডিয়ামে, চেনা প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষেই আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা।
তবে মাঝের তিন সপ্তাহে অনেক কিছুই বদলে গেছে। এই সময়েই টানা চারটি টি২০ ম্যাচে রশিদ খানদের হারিয়েছে জাকের আলীর দল। বাংলাদেশ নতুন করে পেয়েছে অলরাউন্ডার সাইফ হাসানকে। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাইফ এখন টি২০ দলের সবচেয়ে বড় আস্থার নাম। আজ এই ফরম্যাটেও তার ওডিআই অভিষেক হতে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে, এই ফরম্যাটেও তিনি টি২০-এর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবেন।
দীর্ঘ প্রায় তিন মাস পর ওয়ানডে খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজরা। তবে আফগানদের অবস্থা বাংলাদেশের চেয়েও করুণ কেননা তারা আট মাস পর এই ফরম্যাটে ফিরছে। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার ওডিআই খেলেছিল রশিদ খানরা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে।
প্রায় এক মাস ধরে এই কন্ডিশনে থাকায় সাইফদের জন্য পিচের সঙ্গে মানিয়ে নেয়ার বাড়তি কোনো চাপ নেই। যদিও ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তানভীর ইসলামদের জন্য মানিয়ে নেয়ার ব্যাপারটি কিছুটা থাকছেই।
অন্যদিকে, লিটন দাস না থাকায় মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসান সোহানদের নিয়ে কম্বিনেশন সাজানো হবে। কিপার হিসেবে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশে টি২০ অধিনায়ক জাকের আলী অনিকের জায়গায় সোহানকে দেখা যেতে পারে।
তবে আজকের ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই সাইফ হাসান। তানজিদ তামিমের সঙ্গে তাকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। ১৪৫টি লিস্ট-এ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ওডিআই মঞ্চে নামতে যাচ্ছেন তিনি। টি২০ সিরিজের মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত দুই দলের পাল্লা ২-২-এ সমতায় আছে। তবে সব মিলিয়ে ওডিআইতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১১ বার এবং আফগানরা আটবার।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available