• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:৫২ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত ৫

৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৫৬:৪০

সংবাদ ছবি

মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় মিছিল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর বুধবার শহরের তরঙ্গ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের ইসলামপুর পাড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে। এ সময় শহরের চৌরঙ্গী মোড়ে সেচ্ছাসেবক দলের একটি মিছিলে ছাত্রলীগ পেছন থেকে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে সদর থানা কৃষক দলের আহ্বায়ক বি এম পলাশসহ সেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রতিনিধি সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ফায়সাল জিহাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. গোলাম জাহিদ।

এদিকে ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমীর সার্বিক সহযোগিতা করার কাজে আমাদের নেতাকর্মীরা ব্যস্ত ছিল। পরবর্তীতে হামলার খবর শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি এবং আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৫

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:০৮

সংবাদ ছবি
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৩৪

সংবাদ ছবি
২৪তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ঘোষণা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৭

সংবাদ ছবি
নড়াইলে মহাসড়কে দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৯:৪৫


সংবাদ ছবি
রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:১৬