• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:৫১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামইরহাটে দেবী পার্বতী মূর্তিসহ ২ চক্র গ্রেফতার

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:২২

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের হিন্দু দেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।

পরবর্তীতে উক্ত মূর্তিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪