• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:০৩:৩৪ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে সড়ক-রেলপথ অবরোধ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৩৮:৩০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি ঘিরে নিদারুণ কষ্ট আর ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ।

১৪ সেপ্টেম্বর রোববার দুটি মহাসড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থান অবরোধ করছেন বিক্ষুব্ধরা। এ সময় নকশীকাঁথা ট্রেন ট্রেন আটকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এ ছাড়া, ট্রেনটি আটকে দেওয়ায় ভাঙ্গা জংশনে ঢাকা থেকে আসা রাজবাড়ীগামী সুন্দরবন এক্সপ্রেস বন্ধ হয়ে আছে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে, সকাল ৬টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেনটি আটকে দেয় তারা। এ সময় যাত্রীদেরও নামিয়ে দেওয়ার অভিযোগ করেন একাধিক যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নকশিকাঁথা। ট্রেনটি আটকে দেওয়ায় ভাঙ্গা জংশনে ঢাকা থেকে আসা রাজবাড়ীগামী সুন্দরবন এক্সপ্রেস বন্ধ হয়ে আছে। এ ছাড়াও খুলনা তথা দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে জানরতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা বিক্ষুব্ধ অবরোধকারীদের সঙ্গে কথা বলে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪