• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১২:২২:১৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় নারী নির্যাতন মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

১০ মে ২০২৩ রাত ০৮:২৯:৫৩

সংবাদ ছবি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিকে রংপুর থেকে গ্ৰেফতার করেছে ইটনা থানা পুলিশ।

০৯ মে মঙ্গলবার রাতে রংপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে তাকে ইটনা থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার আসামির নাম মোঃ রাজিব মিয়া (২৩)। সে রংপুরের গঙ্গাচরা উপজেলার বাড়াইপাড়া এলাকার মো. শাহিনুর আহমেদের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ইটনা থানায় গত ২৩ এপ্রিল তারিখে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলার দায়ের করা হয়। পলাতক থাকায় সর্বশেষ আসামি রাজিবকে গ্রেফতারে গঙ্গাচরা থানা পুলিশর সহায়তায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিয়াজুল মোস্তফা এক বিশেষ অভিযান পরিচালনা করে।

দ্রুত সময়ের ইটনা থানা থেকে রংপুর গিয়ে অভিযান পরিচালনা করে সফল হওয়ায় প্রশংসিত হয়েছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াজুল মোস্তফা। তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭