• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩২ ভোর ০৫:১৯:৪৭ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাঁদলেন কামরুন্নাহার, জানালেন পরিবারের করুণ অবস্থার কথা

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৯:৪৪

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সবে এইচএসসি পাস করা দুই ছেলে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির বাইরে থাকেন গাড়ি চালক স্বামী। এক মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন কামরুন্নাহার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার কামরুন্নাহার ১৪ জানুয়ারি মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নিজের করুণ অবস্থার কথা বর্ণনা করেন। কলেজ পাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

হেলাল মিয়া নামে এক প্রতিবেশীর দায়ের করা মিথ্যা মামলায় জর্জরিত জানিয়ে তিনি বলেন, 'আমার স্বামী মাইক্রো ড্রাইভার। আমার ছেলেমেয়ে লেখাপড়া করে। বাড়িতে আমি প্রায়ই একা থাকি। হেলাল মিয়া আমার দিকে কুদৃষ্টি দেয়। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার স্বামীর বিরুদ্ধে আদালতে জায়গা সংক্রান্ত মামলা দেয়।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ১ জানুয়ারি আমাকে ধর্ষণ চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করি। পরে এলাকার সালিশে বিষয়টি শেষ হলে মামলা প্রত্যাহার করি। কিন্তু আমাকে ও আমার পরিবারকে হয়রানি করতে হেলাল মিয়া আরো দুটি মামলা দেয়। আমি ও আমার স্বামী ওই মামলায় জেল খাটি। মামলার আসামী হওয়ায় আমার ছেলেরাও এখন ফেরারি।'

তিনি অভিযোগ করেন, পুলিশের কাছে গিয়েও সহযোগিতা পাননি। উল্টো পুলিশের পক্ষ থেকে টাকা চাওয়া হয়। নতুবা বিপক্ষে রিপোর্ট দেবে বলে পুলিশ কর্মকর্তা হুমকি দেন। এ অবস্থায় এখন অসহায় হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
শ্রীপুরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৬ ডাকাত আটক
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:০৪

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ভিপি ও জিএস হলেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৩



সংবাদ ছবি
সড়কে ভোগান্তি: নেই ওয়াসার কোনো তদারকি
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:২৮

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৯