• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩২ রাত ১২:০৯:৪৪ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিংগাইরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

১৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৫:৩২

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে চাঞ্চল্যকর হিছা খা (৪৫) হত্যা মামলার প্রধান ২ আসামি ফয়সাল (১৯) ও হৃদয়কে (ওরফে ফাহিম) গ্রেফতার করেছে র‌্যাব। আজ সকালে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, সিংগাইর উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. চুন্নু খার ছেলে ফয়সাল এবং হৃদয়। তারা সম্পর্কে আপন ভাই।

১৫ ডিসেম্বর রোববার দুপুরে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম হিছা খার সাথে চুন্নু খা, তার ছেলে ফয়সাল ও হৃদয়ের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে হিছা খা মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এসময় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থেকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

ফয়সালের হাতে থাকা চাকুর আঘাতে হিছা খার পেটের বাম পাশে মারাত্মক ক্ষত হয়, যা থেকে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন হিছা খা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
শ্রীপুরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৬ ডাকাত আটক
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:০৪

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ভিপি ও জিএস হলেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৩



সংবাদ ছবি
সড়কে ভোগান্তি: নেই ওয়াসার কোনো তদারকি
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:২৮

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৯