• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৩৯ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত

১৫ আগস্ট ২০২৪ রাত ০৮:১৮:২০

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে বিএনপির উদ্যোগে শরীয়তপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন, ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। কোনো স্বৈরশাসক কখনোই চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে নাই। অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই নিষ্পাপ শিক্ষার্থীদের হত্যা করতে স্বৈরাচারী হাসিনার সরকারের হাত কাঁপেনি। অত্যাচারী, জুলুমকারীদের পতন অনিবার্য। কারণ হাসিনার শুধু ক্ষমতাই ছাড়তে হয়নি, ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে হয়েছে তাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষে কবর জিয়ারত, সমবেদনা ও নগদ সহায়তা প্রদানের জন্য ১৫ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন এলাকায় গিয়ে পথসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদিয়ে এসব কথা বলেন তিনি। এছাড়াও শহীদ পরিবারগুলোকে মাসিক অর্থ সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার দাবিতেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ। এখানে কে কোন ধর্মে তার বিষয় নয়। বিষয় একটাই সবাইকে নিরাপদে ও শান্তিতে রাখতে হবে। নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলতে হবে। কারণ, তারাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ মাহবুব মোর্শেদ টিপু, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সহ-প্রচার সম্পাদক মৃধা নজরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফজাল হোসেন, সদস্য অ্যাড. এনামুল হক এনাম, জাজিরা উপজেলার সভাপতি বজলুর রশিদ সিকদার, সাবেক ছাত্রনেতা ইলোরা হাওলাদার, জিয়াউর হক মোল্যাসহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
শ্রীপুরে চিংড়ি খালে সেতুর পাশে রাস্তায় ভাঙন
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:২১


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৫

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:০৮

সংবাদ ছবি
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৩৪

সংবাদ ছবি
২৪তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ঘোষণা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৭

সংবাদ ছবি
নড়াইলে মহাসড়কে দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৯:৪৫


সংবাদ ছবি
রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:১৬