• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১৪:২০ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌহালীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার

৩ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২০:৫৬

সংবাদ ছবি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাতের আঁধারে রাস্তা সংস্কার করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১৩ লাখ ৯৯ হাজার ১২৭ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের সঙ্গে এলজিইডির উপজেলার লেদুর মোড় থেকে জোতপাড়া বাজার পর্যন্ত সাড়ে ৫00 মিটার পাকা রাস্তা সংস্কারের চুক্তি হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, সংস্কার কাজ সমাপ্ত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

স্থানীয় ভ্যান চালক আব্দুল মান্নান জানান, এই রাস্তা মেরামতের আগেই অনেক ভালো ছিলো। মানুষ এবং ভ্যান চলাচল করছে তাতেই কার্পেটিং উঠে যাচ্ছে। বড় গাড়ি চলাচল করলে তো এগুলো কিছুই থাকবে না।

লেদুর মোড়ের মো. নজির মোল্লা ও মো. আব্দুল্লাহ জানান, অনেক রাতে শ্রমিকরা তড়িঘড়ি করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তার কাজ করেছে। আমরা বাধা দিলে বলে, ঠিকাদার যা দিছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে।

কাজ তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মো. নাবিল আহমেদ বলেন, আমাকে অবগত না করেই রাতে প্রায় ৬০ মিটার রাস্তার কাজ করেছে। রাস্তার কিছু অংশের কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তার কাজের ত্রুটি সংশোধন করার জন্য আমরা চিঠি দিয়েছি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের মালিক মো. খোকনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ‘রাস্তার কাজ খুব ভালো করেছি’ বলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, কাজের ত্রুটি সংশোধনের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
জাল সনদে ১২ বছর চাকরি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত
১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৬:৩৪


সংবাদ ছবি
শাহরাস্তিতে গাঁজাসহ খুরশেদ আলম ওরফে বুলেট আটক
১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:২২

সংবাদ ছবি
ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:০৪