• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৩৪:৪৮ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী রাসেলের তিন অপহরণকারী আটক

২৪ নভেম্বর ২০২৩ সকাল ০৯:১৫:৫৭

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মো.সফিকুল ইসলাম রাসেল(২৭) অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম থেকে ও অপর একজনকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

অপহরণের ঘটনায় সংশ্লিষ্ট মিঞা ধন চাকমা ওরফে সুজন (২৭), তার স্ত্রী সন্ধ্যা চাকমা মৌসমী (২৪) ও ধনঞ্জয় চাকমা (৫৫)কে আটক করা হয়। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। তাদের মধ্যে সুমন ও মৌসমীর বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা এবং ধনঞ্জয় চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত কলো চাকমার ছেলে বলে জানা যায়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, একটি চক্র এ ঘটনায় জড়িত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার পরিকল্পনাকারীদের শনাক্ত করে তাদের দুজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় অপর ব্যক্তিকে খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের আটকের প্রক্রিয়া চলছে জানিয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, জড়িতরা কীভাবে অপহৃত রাসেলকে নিয়ে গেছে। অপহরণের পরিকল্পনাসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার সকল তথ্য বের করা হয়েছে।

অপহৃত রাসেলকে দ্রুতই উদ্ধার করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরলো যুবকের প্রাণ
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬


সংবাদ ছবি
শ্রীপুরে চিংড়ি খালে সেতুর পাশে রাস্তায় ভাঙন
১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:২১