• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:১৩:৪৭ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

১০ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৮:৫৯

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিস্কুট খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ওমর আলী (৫৫) গা-ঢাকা দেয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি।  

অভিযুক্ত ওমর আলী বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের (পলেস্টারপাড়া) মৃত হযরত আলীর ছেলে।

৯ অক্টোবর সোমবার দুপুরে ওমর আলী একই ইউনিয়নের নওদাপাড়া গ্রামস্থ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের ঘটনাটি ঘটায়।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় লিটন মিয়ার মালিকানাধীন চাতালে ওই শিশুটি খেলা করছিল। আর পাশের আব্দুল মোমিনের চাতালে কাজ করেন অভিযুক্ত ওমর আলী। সে কারণে ওই এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।

একপর্যায়ে সোমবার দুপুর বারোটার দিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যায় ওমর আলী। এসময় বাড়িতে কেউ ছিলেন না। পরে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের নিকট ঘটনাটি জানায়।

এরপর রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, ওমর আলী বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজ বাড়ির শয়নকক্ষে নিয়ে আমার চার বছরের মেয়েকে ধর্ষণ করেছে। একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি এসে আমাকে ঘটনাটি খুলে বলে।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এই ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করছি। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, ধর্ষণের শিকার শিশুটির হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫