• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:২১:০২ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৬:২৬

সংবাদ ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ‘এসো নবীন এসো নতুন প্রাণে, নিয়ে যাও জ্ঞান, শিখ ও সেবা করো সর্বজনে’ এই আহ্বানে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর রোববার সকালে কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে নাচ গান ও ফুল দিয়ে বরণ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমিনিক গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা।

নবীন বরণ অনু্ষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
সংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন
১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৫:১৪