• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৪:২৮ (03-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঢাকাই জামদানি পরে ভক্তদের চমকে দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরকে ঘিরে বেশ আলোচনা চলছে। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও নিয়মিত সরব সোনম। ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিজের ছবি, অবস্থান আর ভালো লাগার মুহূর্তগুলো। এবার ঢাকাই জামদানি পরে ভক্তদের চমকে দিয়ে ফের আলোচনায় এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন সোনম কাপুর। তাতে দেখা যায়, সাদা রঙের জামদানি পরেছেন নায়িকা। এ সময় তাকে ভিন্ন আঙ্গিকে; কখনো খোলা চুলে, মাটিতে হেলান দিয়ে কিংবা বসে নানা পোজ দিতে দেখা যায়।সোনম ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলার পুরোনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে; এক সীমাহীন সৌন্দর্য।’বলা বাহুল্য, এই পোস্ট ঘিরে বাংলাদেশি ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। অনেকের মতে, সোনম কাপুর শুধু ফ্যাশন আইকন হিসেবেই পরিচয় দেননি, বরং ঢাকাই জামদানির মতো ঐতিহ্যবাহী পোশাককে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তুলে ধরেছেন।