ইবিতে মেহেদী উৎসবের মাধ্যমে ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেদী উৎসবের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখা। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীসংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে নারী শিক্ষার্থীরাও উচ্ছ্বাসিত।এ সময় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন, “ছাত্রী সংস্থা এমন সুন্দর একটি আয়োজন করেছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। সব মেয়েরা এসে মেহেদী পরছে, একে অপরকে মেহেদী লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা খুবই উপভোগ্য। এর মাধ্যমে আমাদের মেয়েদের মধ্যে বন্ধুত্ব-বন্ডিংটা আরও স্ট্রং হবে।”বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, “আজকে ইসলামী ছাত্রী সংস্থার আয়োজিত মেহেদী উৎসবে অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব, তারা ভবিষ্যতেও এই সংস্থা থেকে আরও সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেবে।"মেহেদী উৎসব আয়োজনের বিষয়ে ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ইবি শাখার উদ্যোগে সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমরা এর মাধ্যমে সকল ছাত্রী বোনদের সাথে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।”