• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:১৩:৩৪ (21-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

অবিশ্বাস্য ভালোবাসা নিয়ে ২৩ বছর অপেক্ষা, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ফলে দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আকরাম আবু বকর, যাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল ইসরায়েল।আফগান ভয়েস এজেন্সি (এভিএ) জানায়, দীর্ঘ ২৩ বছর কারাবাস শেষে মুক্তি পেয়ে তিনি মিসরের রাজধানী কায়রোতে ফিরেছেন। আর সেখানেই ঘটে এক আবেগমাখা পুনর্মিলনের ঘটনা— ২৩ বছর আগে যাকে তালাক দিয়েছিলেন, সেই নারীকে আবার বিয়ে করেন তিনি।এই গল্প শুধু ব্যক্তিগত ভালোবাসার নয়, এটি অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ২৩ বছর আগে আবু বকর স্বেচ্ছায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন, কারণ তিনি চাননি তার স্ত্রী সারা জীবন একজন বন্দির স্ত্রী হিসেবে কষ্টে কাটাক। কিন্তু সেই নারী তার তালাক মেনে নেননি। তিনি বিশ্বাস করেছিলেন একদিন তার স্বামী ফিরে আসবেন। অবিশ্বাস্য ধৈর্য ও ভালোবাসা নিয়ে অপেক্ষার ২৩ বছর পর হলো তাই।অবশেষে ২৩ বছরের প্রতীক্ষা, চোখের জলে ভেজা প্রার্থনা আর অটুট ভালোবাসার পথ পেরিয়ে সেই প্রতীক্ষার অবসান হলো। আকরাম আবু বকর কারামুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কায়রোতে এসে তার বিশ্বস্ত জীবনের সঙ্গীকে আবারও বিয়ে করলেন। গল্পটা যেন সিনেমার মতো।৫০ বছর বয়সী আবু বকর বলেন, আমি তাকে তালাক দিয়েছিলাম মুক্তি দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে ভালোবাসা দিয়ে বন্দিদশা থেকেও মুক্ত রেখেছে। এই বিয়ে শুধু এক দম্পতির পুনর্মিলন নয়, এটি ফিলিস্তিনি জনগণের আশা, বিশ্বাস ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে। গাজার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির দিনটির সঙ্গে এই পুনর্মিলন নতুন করে আলো ছড়িয়েছে ফিলিস্তিনিদের মনেও।ফিলিস্তিনের তুলকারামের এই দম্পতির গল্প এখন সমগ্র আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু— যেখানে পরাজয় নয়, জয়ী হয়েছে মানবিকতা ও চিরন্তন ভালোবাসা।