• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:১০ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

সিরিজ সমতার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১১ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৪২:৩৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে তারা সাম্প্রতিক দিনগুলোতে খুব বেশি ভালো করতে পারছে না। গত এক বছরে মাত্র দুটি ওয়ানডেতে জয় পেয়েছে দলটি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই মিরাজ-শান্তদের।

১১ অক্টোবর শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Ad
Ad

প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অধিনায়ক মিরাজের ১৪১ বলে ১০১ রান জুটি বাংলাদেশকে খানিকটা স্বস্তি দিয়েছে। এছাড়া আর কোনো জুটি ৩০ পেরোতে পারেনি। তাই এই ম্যাচে ব্যাটিং অর্ডারে ভালো খেলা এবং বড় জুটি গড়ার দিকে নজর রাখবে বাংলাদেশ।

Ad

প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করা তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তামিম করেন ১০ রান আর ওয়ানডে অভিষেকে সাইফ করেন ২৬ রান। যদিও দ্বিতীয় ম্যাচেও এই জুটিকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। মোহাম্মদ নাঈম আছেন বিকল্প হিসেবে। তবে এখনই তার একাদশে ফেরার সম্ভাবনা কম।

বাংলাদেশের টপ অর্ডারে ৩ নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক দিনগুলোতে তার ব্যাট থেকে রান আসছে না। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ৩ ম্যাচে করেছেন ৩৭ রান। এরপর আফগানদের বিপক্ষে  প্রথম ম্যাচে মাত্র ২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তার কাছ থেকে আজ দলের বড় প্রত্যাশা থাকবে।

মিডল অর্ডার মোটামুটি গোছানোই আছে। তাওহিদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক খেলবেন যথারীতি। গত ম্যাচে বাংলাদেশের হাল ধরেছিল মিডল অর্ডারই। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও পেতে পারেন আরেকটি সুযোগ, যদিও আগের ম্যাচে ৭ রানে আউট হয়েছিলেন।

আবুধাবির ধীরগতির উইকেট মাথায় রেখে স্পিন শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে দলে দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তানভীর ইসলামের সঙ্গে তার স্পিন জুটি হতে পারে কার্যকর।

রিশাদ ফিরলে একাদশে একজন পেসার কমিয়ে দুজন পেসার নিয়ে নামতে হবে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বিশ্রামের পর আজ ফিরতে পারেন একাদশে। তার সঙ্গে থাকবেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

যদি বাংলাদেশ তিন পেসার খেলাতে চায়, তাহলে জায়গা পেতে পারেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা। প্রথম ওয়নডেতে তাসকিন ও হাসান মাহমুদ ৮ ওভার করে বল উইকেট শূন্য ছিলেন।

সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের পেসাররা সবাই মোটামুটি ছন্দে আছেন। যে কারণে পেসারদের মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০


সংবাদ ছবি
বাগেরহাটে ২ মাদক কারবারি গ্রেফতার
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮:১৭






Follow Us