• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:২৮:৩১ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে: হাফিজ ইব্রাহিম

২ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৫:৫৩

সংবাদ ছবি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন,  ফ্যাসিস্ট সরকারের আমলে ভোলার বোরহানউদ্দিনের গ্যাস ব্যবহার করে কোনো শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি  করা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে বেকারত্ব কমে যাবে।

১ অক্টোবর বুধবার রাত ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভোলার দৌলতখানে পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হাফিজ ইব্রাহিম বলেন, ভোলায় হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। কোথাও কোনো সমস্যা নেই। আমি এলাকার মানুষের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আগামী নির্বাচনে আপনাদের ভোট চাই।

Ad

নারী ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের ৫২% নারী। নারী ভোটারদের ভোটেই এদেশে এমপি-মন্ত্রী হবে।

এসময় হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, সহ-সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১২
২ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৩১:৪৬





Follow Us