• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩০:৩৯ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

মেগা প্রকল্পের নামে ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে অর্থ লুট করা হয়েছে: সালাহউদ্দিন

১৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪২:১৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মেগা প্রকল্পের নামে যে সকল প্রকল্প ফ্যাসিস্ট সরকার গ্রহণ করেছিল সেগুলোর সময় ও অর্থ ৭-১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে অর্থ লুট ও পাচার করা হয়েছে। আমরা গরিব রাষ্ট্র ছিলাম না তারা বানিয়েছে। 

১৮ অক্টোবর শনিবার বিকালে আইইবি মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব’র উদ্যোগে ‌‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

Ad
Ad

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বলেছিলেন উৎপাদনমুখী রাজনীতি ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা  চালু করতে হবে। উৎপাদন মুখী রাজনীতি হলো যেখানে মেধাবী ও দক্ষ ব্যক্তি রাজনীতিতে প্রবেশ করবেন, রাজনীতিবিদরা সব সময় প্রযুক্তি ও প্রকৌশলে আপডেট থাকবে এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। 

Ad

সালাহউদ্দিন আহমদ বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনতে হবে এবং তারা বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন তা দেখতে হবে। রাজনীতিবিদদের দেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর হতে হবে। আমাদের চিন্তা ভাবনা যুগোপযোগী করতে হবে। বাংলাদেশকে উন্নত করতে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য একটি মহল সার্বক্ষণিক চেষ্টা করছেন এবং তারা নির্বাচন আটকাতে পাঁয়তারা করছেন। পলাতক ফ্যাসিস্ট বাহিনী দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলেও দাবি করেন তিনি।  

প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে এ্যাবকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে উন্নত করতে প্রতিটা সেক্টরে সঠিক ম্যান পাওয়ার নির্ধারণ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন বলেন, প্রকৌশলীরা বর্তমানে দুঃসময় অতিবাহিত করছেন। প্রকৌশলীগণ বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতনের মধ্যে ছিলেন। দেশ বিনির্মাণে জাতীয় সংসদে অধিক সংখ্যক প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, বিদ্যুৎ সেক্টর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), এমএল (মেশিন লার্নিং), ব্ল-ইকোনমি, জলবায়ু পরিবর্তনে টেকসই ব্যবস্থা, খনিজ সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে আমাদের দীর্ঘ ও সল্প মেয়াদী পরিকল্পনা আছে। জনগণ গণতান্ত্রিক উপায়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা বাস্তবায়ন করবো।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বুয়েট আহসান উল্লাহ হলে সাবেক ভিপি, এ্যাব ঢাকা বিভাগের সাবেক সেক্রেটারী ও আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এ্যাবের উপদেষ্টামন্ডীর সদস্য প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, প্রকৌশলী সফিউল আলম তালুকদার সবুজ, এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, আইইবি’র সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, এ্যাবের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রকৌশলী আতিকুর রহমান, আইইবি’র সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ, এ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব বাশরী হাবলু। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও এ্যাবের সাবেক মহাসচিব এবং আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সঞ্চালনায় ছিলেন এ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নু ও প্রকৌশলী শফিউল আজম ফাহিম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিডিয়া উপ কমিটির আহ্বায়ক ও  প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল ও সদস্য সচিব প্রকৌশলী কে. এম. ফারজাদুল ইসলাম মিরন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯







সংবাদ ছবি
নওগাঁয় আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে
১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৯:৫৫



Follow Us