• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৫১:৫৫ (22-Oct-2025)
  • - ৩৩° সে:

‘উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন’

২২ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪১:২৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন।

২১ অক্টোবর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা ও কর্মীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের এমন উদ্যোগের ফলে পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা সত্যিই জনগণের কল্যাণ, দেশের কল্যাণ এবং বিভিন্ন সম্প্রদায়ের কল্যাণ চায়, তারাই এমন উদ্যোগ নেয়।

Ad

তিনি আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ ও কম সুদে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিএনপি সর্বদা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকবে জানিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের দল ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সঙ্গে কাজ করবে, তাদের স্বার্থের কথা বলবে, তাদের মৌলিক চাহিদা পূরণে এবং রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেবে।

বিএনপি মহাসচিব বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়কালেও নারী উদ্যোক্তাদের সমর্থনকে অগ্রাধিকার দেওয়া হতো।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সভাপতি মৃগেন হাগিদক, ছোট জাতিগত গোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্না আজিম এবং অন্যান্য ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫৭


সংবাদ ছবি
যমুনায় জামায়াতের ৫ নেতা
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:৪৮

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩৬


সংবাদ ছবি
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর পার্টনার‌শিপ
২২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৮:২৭


Follow Us