নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যার মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
১৪ অক্টোবর মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজেও শেয়ার দিয়েছেন যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সজিব মাহমুদ ভুঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে, যা অচিরেই সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা বাংলাদেশের সমতল অঞ্চলের মানুষের সঙ্গে সমন্বিতভাবে দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অঞ্চলের ক্রীড়া ঐতিহ্য, খেলাধুলার জনপ্রিয়তা এবং অধিবাসীদের শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বিকেএসপি রাঙামাটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ফুটবল, জিমন্যাস্টিক্স, আর্চারি, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্ডো খেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
প্রস্তাবিত এ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ প্রদান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্য আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available