• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ রাত ০৯:২০:৪৭ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

দুর্গাপূজা আমাদের দেশি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ : আনিসুর রহমান

২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৫৯

সংবাদ ছবি

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার : শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন,‘শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনাতেই আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে খোঁজ নিচ্ছি, যাতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকে।’

১ অক্টোবর বুধবার সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাউফল ও দুমকি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

Ad

এসময় বাউফলের বগা, কনকদিয়া, বাউফল কেন্দ্রীয় পূজা মণ্ডপসহ বাউফলের ২০টি মন্দিরের প্রতিটি মন্দিরে সর্বনিম্ন ৩ লাখ টাকা করে সরকারি অর্থ বরাদ্দের আশ্বাস দেন।

পূজা মণ্ডপ প্রদর্শনকালে তার সাথে জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন ও মাহফুজুর রহমান সবুজ, পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান ও সদস্যসচিব গোলাম কিবরিয়া লিটন, কেন্দ্রীয় নেতা মীরা খান, রিয়াজ কাঞ্চন শহিদ ও কেএম শাহাদাত হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক বদিউজ্জামান, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাংবাদিক মোহাম্মদ মিজান, আতিকুর রহমানসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৩






Follow Us