ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীস্থ পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে নয় জেলেকে আটক করা হয়েছে।
১২ অক্টোবর রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটকরা হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন নূরুল্লাপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ময়নাল মন্ডল ও জয়নুল আবেদীন মো. আশরাফ প্রাং এর ছেলে ফরহাদ হোসেন, মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম ও শামীম সরদার, মো. মুনসুর রহমানের ছেলে নাঈমুদ্দীন, রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার, মো. রশিদ সরদারের ছেলে রহিম সরদার এবং মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহীদুল বিশ্বাস।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available