• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:২৪:২১ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

লালপুরে যৌথ অভিযানে ১২ জন গ্রেফতার, ২০টি মোবাইল জব্দ

৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০০:১৮

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন।

৮ অক্টোবর বুধবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

Ad
Ad

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

Ad

গ্রেফতার আসামিরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ছিল।

গ্রেফতার একই উপজেলার বিলমারিয়া এলাকার আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী,(২৪) আজগর মন্ডলের ছেলে মো. এখলাস মন্ডল, (২৩) তসলিম আলীর ছেলে মো. রাজু আহাম্মেদ, (২২) আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন,(২৩) মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০) ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০) জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে মো. সোহাগ আলী(২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহাম্মেদ (১৭), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৬), জামরুল খান্দারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭),

অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও এরকম কার্যকর উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করে থানায় সোপর্দ করে। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us