• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:১৩:৪৩ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় দেবী দুর্গাকে বিদায়ের আগে সিঁদুর খেলার উৎসব

২ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:০০

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ: উৎসাহ-উদ্দীপনায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। এরপর হাসি-আনন্দ আর পূজা-অর্চনার মধ্য দিয়ে কেটে গেছে চার দিন। আজ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত নওগাঁবাসী।

বৃহস্পতিবার সকালে মণ্ডপে মণ্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা এবং সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে স্ব স্ব অধিষ্ঠান থেকে আনুষ্ঠানিক বিদায় দেবেন। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। নওগাঁ দুর্গাপূজা মণ্ডপগুলোতে এখন বাজছে দেবীর বিদায় ঘণ্টা। মণ্ডপগুলোতে সকাল থেকেই শুরু হয় অঞ্জলি দেওয়া। ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দেন।

Ad
Ad

একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার উৎসব মেতে উঠে নারী ভক্তরা। এ সময় ঢাকের বাদ্যো পরিবেশ হয়ে ওঠে আনন্দমূখর।

Ad

আজ বিকালে একযোগে নওগাঁর ছোট যমুনা নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হবে। বিকেল সাড়ে ৪টা থেকে প্রতিমাগুলো নিজ নিজ মণ্ডপ থেকে নদীতে এনে নৌকায় তোলা হয় পরে সন্ধ্যা পর্যন্ত প্রতিমাবাহী এবং বিভিন্ন সংগঠন, পারিবারিক এবং গোষ্ঠীভিত্তিক নৌকাগুলো নদীতে নৌকা বাইচের মতো আনন্দ করে।

উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে চলতে থাকে নৌকা বাইচের মতো নৌবহর। নৌকায় নৌকায় ঢাক ঢোল কাঁশর আর মাইক টেপ রেকর্ডারে গানের শব্দে মুখরিত হয়ে উঠে নদীর দুই পাড়ে জমে প্রচুর দর্শক। নদীর উভয় পার্শ্বে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী সব বয়সের মানুষ এ নয়নাভিরাম দৃর্শ্য অবলোকন করেন। সন্ধ্যায় দিকে নদীর বক্ষে প্রতিমা বিসর্জন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এ দিকে বিজয়া দশমী উপলক্ষে শহরের প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঝিনাইদ‌হে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৮:১৩



সংবাদ ছবি
নবীনগরে বন্দুকসহ যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:২১:১৪







Follow Us