স্টাফ রিপোর্টার, নওগাঁ: গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়।
শিক্ষার্থী মোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন, নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিন বারি, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকারকর্মীদের উদ্যোগে পাঠানো 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহরে ইসরাইল জলদস্যুর মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে। ২ অক্টোবর বৃহস্পতিবার রাতের আঁধারে ইসরাইলের ‘শায়েতেত ১৩’ নামে একটি বিশেষ নৌ কমান্ডো ইউনিট বহরে হামলা চালিয়ে অধিকাংশ জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেগুলোর শত শত আরোহীকে আটক করে।
বহরটিতে বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন, যারা গাজার অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য শান্তিপূর্ণভাবে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। বক্তারা বলেন, ইসরাইলের এই বর্বর হামলা কেবল মানবিক ত্রাণ সহায়তা আটকানোই নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। ইসরাইল একদিকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, অন্যদিকে সেই ধ্বংসকবলিত জনপদের জন্য পাঠানো সাহায্যও বাধাগ্রস্ত করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও ঘৃণ্য।
আরও পড়ুন:
ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে যেসব সংশোধনী চায় হামাস
ইসরাইলকে বোমা হামলা বন্ধ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
গাজার নিষ্পেষিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তারা আরও বলেন, মানবতা আজ ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে, আর বিশ্ব সম্প্রদায়ের উচিত এই নির্যাতনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়ানো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available