পুবাইল প্রতিনিধ : গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান।
এ সময় সরদীয় দুর্গাপূজা উপলক্ষে জিএমপি কমিশনার বলেন, গাজীপুর মহানগরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বদা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন হিসেবে চিরাচরিত ভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে যাচ্ছে এবার ও তার ব্যতিক্রম হবে না। এবারের পুজা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে। পরিশেষে আপনাদের সামগ্রিক মঙ্গল কামনা করছি।
১লা অক্টোবর বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লিয়াকত আকবর এসি গাছা জোন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত, জিএমপি গাজীপুর, তানভীর আহমেদ সহকারী পুলিশ কমিশনার, স্টাফ অফিসার টু কমিশনার গাজীপুর জিএমপি। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম, সেকেন্ড অফিসার নাজমুল, সাব ইন্সপেক্টর নাছির ও রফিক হকসহ পূবাইল থানার পুলিশ সদস্য ও হিন্দু সমপ্রদায়ের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available