লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট থানার মহেন্দ্রনগর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার সকালে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”
তিনি বিশেষভাবে মাদক, জুয়া, ক্যাসিনো ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। তবে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম ফজলুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, থানার অফিসার ও ফোর্সসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available