ভোলা প্রতিনিধি: মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার ইলিশা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ ও এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে।
১১ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অন্যদিকে, ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available